বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

'আলো আসবেই' গ্রম্নপ নিয়ে মুখ খুললেন সাইমন

বিনোদন রিপোর্ট
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'আলো আসবেই' গ্রম্নপ নিয়ে মুখ খুললেন সাইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও তার রেশ যেন এখনো রয়েই গেছে। আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে, যা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। আন্দোলনে তারকাদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষার্থীদের পক্ষে। আবার কেউ বা ছিলেন বিপক্ষে। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের 'আলো আসবেই' গ্রম্নপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেটদুনিয়া। ওই গ্রম্নপের আন্দোলনকালীন সময়ে তাদের মধ্যে নানান বিষয় নিয়ে কথোপকথন চলত তাদের মধ্যে।

সদস্যদের মধ্যে ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ থেকে শুরু করে শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকে। তাদেরই একজন চিত্রনায়ক সাইমন সাদিক।

স্ক্রিনশট ফাঁসের পর থেকেই ওই গ্রম্নপের সদস্যদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। সেই তালিকায় রয়েছেন সাইমন। গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি লেখেছেন- এটা মনে হয় জানেন, যেকোন হোয়াটসঅ্যাপ গ্রম্নপে আপনি যতজনকে খুশি এড করতে পারেন। বিষয় হচ্ছে আপনি সে গ্রম্নপে কি লিখেছেন বা আপনি একটিভ ছিলেন কি না। আপনারা মনে হয় দেখেছেন, আমাকে উনারা এড রেখেছিলেন কিন্তু আমার কোনো রিয়েকশন ছিল না।

আমার ভুল হয়েছে, উনারা আমাকে এড করার পর আমি কেন লিভ নিলাম না। আর আপনি বলুন তো, একই পেশার বড়রা যখন আপনাকে একটা গ্রম্নপে এড করত আপনি কি করতেন?

(যিনি আলো আসবেই গ্রম্নপে থেকে স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন, তিনি কেন তখন লিভ নেন নাই?) নিশ্চয়ই তখন সুবিধা নেওয়ার ধান্দায় ছিল।

আমাকে বারবার ফোন করা হচ্ছিল আমি যেন বিটিভিতে গিয়ে আন্দোলনে দাঁড়াই, আমি বারবার না করার পর বলল যে ঠিক আছে, তুমি আসতে পারবে না সেটা অন্তত গ্রম্নপে লিখে দাও! এটা যদি অনেক বড় অপরাধ হয়

আমি অপরাধী। সবাই সুন্দর

থাকুন, স্বাদ নিন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে