শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরে দাঁড়ালেন বাঁধন

বিনোদন রিপোর্ট
  ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সরে দাঁড়ালেন বাঁধন
সরে দাঁড়ালেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। দেশের গন্ডি পেরিয়ে অভিনয়ের দু্যতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। চলতি বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মাণে নারীকেন্দ্রিক একটি গল্পে কাজ করার কথা ছিল তার। তবে হুট করেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন বাঁধন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।

সিনেমায় না থাকার বিষয়ে গণমাধ্যমকে বাঁধন বলেন, আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং, সিনেমাটি নিয়ে এর বেশিকিছু এখন আর বলতে চাই না। বাঁধন বিস্তারিত না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না। বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃতুু্যর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে তাই কাজটি শেষ করতে চান তিনি। লামিয়ার কথায়, মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেড়ি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি, নতুন বছরে সুসংবাদ দিতে পারব।

1

এদিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের দায়িত্ব পেয়েছেন বাঁধন। আগামী ১১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। এ দ্বায়িত্ব পাওয়াটাকে সম্মানের বলে মনে করেন তিনি। উৎসবে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা নিতে উন্মুখ তিনি। বাঁধন বলেন, 'অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের। অপেক্ষায় আছি বাকি জুরিদের সঙ্গে কাজ করার।' বাঁধন আরও বলেন, 'আমার কাছে ফেস্টিভ্যাল মানেই ইন্টারেস্টিং বিষয়। 'রেহানা মরিয়ম নূর' সিনেমার জন্য অনেক ফেস্টিভ্যালে যেতে হয়েছে। কান উৎসব থেকে শুরু করে পৃথিবীর বড় বড় উৎসবে শিল্পী হিসেবে অংশ নিয়েছি। তবে একজন বিচারক হিসেবে ফেস্টিভ্যালে উপস্থিত থাকা, সিনেমা দেখা, সেগুলো বিচার করা খুব চ্যালেঞ্জিং এবং এক্সাইটিং। নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, এটাও ভীষণ আনন্দের।' এর আগে ব্রাসেলসে অনুষ্ঠিত আই অ্যাম টুমোরো চলচ্চিত্র উৎসব এবং বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে বাঁধনের। তবে দুই উৎসবেই যোগ দিয়েছিলেন অনলাইনে। এবারই প্রথম সশরীরে কোনো উৎসবের জুরি হিসেবে অংশ নেবেন বাঁধন। তিনি বলেন, 'কাজ থাকায় ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত ব্রাসেলসের আই অ্যাম টুমোরো ফেস্টিভ্যালে অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব পালন করেছিলাম। এছাড়া, ভিসা না দেওয়ায় ভারতের বেঙ্গালুরু উৎসবে জুরি হিসেবে উপস্থিত হতে পারিনি। যদিও কর্ণাটক রাজ্য থেকে আমাদের দেশের ভারতীয় হাইকমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল আমার ভিসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় অনলাইনে যোগ দিতে হয়েছিল। এবারই প্রথম সশরীরে জুরি হিসেবে ফেস্টিভ্যালে থাকতে পারব, এটা আমার জন্য অনেক আনন্দের। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে উৎসবে এসে দেশ-বিদেশের সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে