দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দেশটির কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জে-হোপ। তিনি ১০০ মিলিয়ন ওন বা ৬৮ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ব্রিজ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অনুদান দিয়েছেন জে-হোপ। এক বিবৃতিতে এই কে-পপ তারকা বলেছেন, 'দুর্ঘটনার খবর শুনে আমি যতটা সম্ভব শোকাহত পরিবারগুলোকে সাহায্য করতে এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানাই।' এছাড়াও এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আরেক বিটিএস সদস্য কিম তাইহিউং ওরফে ভি- তার জন্মদিনে কোনো আয়োজন রাখবে না বলে ঘোষণা দেন। এর আগে গত রোববার সকালে জেজু এয়ারের একটি যাত্রীবাহী জেট ১৭৫ জন যাত্রী, ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বিস্ফোরিত হয়। ফলে, উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়। এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং ১৮১ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে।