শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিয়ের জন্য প্রস্তুত নন শ্রম্নতি হাসান

বিনোদন ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিয়ের জন্য প্রস্তুত নন শ্রম্নতি হাসান

২০১৫ সালে 'গব্বর ইজ ব্যাক' ছবিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছিলেন শ্রম্নতি হাসান। এই ছবির শুটিংয়ের সময় শ্রম্নতিকে 'অ্যাওয়ার্ড'- এর থেকে বেশি 'রিওয়ার্ড'-এর দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছিলেন অক্ষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রম্নতি জানিয়েছেন, অক্ষয়ের এই পরামর্শ তার মনে গভীর প্রভাব ফেলেছিল। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, 'আমাদের বাড়িতে বাবার (কমল হাসান) পাওয়া পুরস্কারে পুরো তাক ভরে গেছে। আমার মায়ের (সারিকা) জাতীয় পুরস্কার আছে, বাবারও আছে। এগুলো দেখে আমার নিজেকে জিরো মনে হতো। কিন্তু অক্ষয়ের পরামর্শের পর আমার মনে হতে লাগল, আমি শুধু আমার কাজ করে যাব, নিজের গতিতে এগিয়ে যাব।'

আগামী বছর রজনীকান্তর সঙ্গে 'কুলি' ছবিতে আসতে চলেছেন শ্রম্নতি হাসান। লোকেশ কঙ্গরাজ পরিচালিত ছবিটির অন্যতম মূল চরিত্র তিনি। অ্যাকশন থ্রিলার ছবিটিতে তার অভিনীত চরিত্রের নাম 'প্রীতি'। এ ছবিতে রজনীকান্তর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'সত্যি বলতে সেটে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অভ তপর্ব। প্রথম কয়েক মাস আমরা একসঙ্গে শুটিং করেছি। আর তিনি অত্যন্ত সহৃদয় ও দয়ালু। দয়াশীলতা আজকাল পৃথিবীতে বিরল। আর যখন কোনো একজন মানুষ জীবনে প্রায় সবকিছু অর্জন করেছেন, তখন একইভাবে দায়িত্বশীল থাকাটাও দারুণ ব্যাপার।'

1

শ্রম্নতি আরও বলেন, 'অন্যের কাছ থেকে তার (রজনীকান্ত) সম্পর্কে অনেক কথা শুনেছি। এবার নিজে সেই অভিজ্ঞতা অর্জন করলাম। তার মতো একজন তারকাকে ব্যক্তিগতভাবে জানা আমার জন্য অনন্য অভিজ্ঞতা। রজনীকান্ত স্যার আমার বাবার বিষয়ে সুন্দর সুন্দর কথা বলতেন। তাদের তরুণ বয়সের অনেক কথা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এ ধরনের প্রেরণার গল্প সরাসরি তার মুখ থেকে শোনা অন্যরকম অভিজ্ঞতা।' সাক্ষাৎকারে বিয়ে ঘিরে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শ্রম্নতি। এই তারকা-কন্যা বলেন তার রোমান্স পছন্দ, কিন্তু বিয়ের জন্য তিনি প্রস্তুত নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে