শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা যে সিনেমা করি তাতে ইন্ডাস্ট্রি চলবে না : যীশু

বিনোদন ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
আমরা যে সিনেমা করি তাতে ইন্ডাস্ট্রি চলবে না : যীশু

ওপার বাংলার নায়ক যীশু সেনগুপ্তকে বর্তমানে দেবের সঙ্গে বড় পর্দায় রাজত্ব করতে দেখা যাচ্ছে। তাদের ছবি খাদান যে হিট করেছে শুধু সেটাই নয়। এই ছবি রীতিমতো বস্নকবাস্টার হিট। এরপরও আক্ষেপের সুরে যীশু বললেন, তিনি যে ধরনের ছবি করেন সে ধরনের ছবি দিয়ে বক্স অফিস চলবে না! ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যীশুর কথায়, 'আমি, পরম, আবির, ঋত্বিক, আমরা যে নতুন ধরনের ছবি করি সেগুলো ঠিক আছে। কিন্তু তাতে একটা ইন্ডাস্ট্রি চলবে না।'

তাহলে কী ধরনের ছবি আরও বেশি করে করা উচিত- এই বিষয়ে জানান, 'একটা ইন্ডাস্ট্রি তখনই দৌড়াবে যখন সেই ইন্ডাস্ট্রিতে মাস ছবি চলবে। আমি বিশ্বাস করি জিৎ, দেব, বুম্বাদা বা মিঠুন দা আগে যে ছবিগুলো করতেন সেই ছবি চললে ইন্ডাস্ট্রি চলবে।' যীশু সেনগুপ্ত এদিন বাকি টিমের সঙ্গে খাদান ছবির সাকসেস পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে তাকে রুক্মিণী, দেবের সঙ্গে বিনোদিনীর প্রচার সারতে, নাচতে দেখা যায়। যীশু সেনগুপ্তকে আগামীতে শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। নিজেও এই বিষয়ে খাদান ছবির প্রচারে ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই চর্চায় থাকেন অভিনেতা।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে