গত বছর ওপার বাংলায় নেহাল দত্তের পরিচালনায় নায়িকা অরিনের 'অপরাজেয়' চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এতে অরিনের সহশিল্পী ছিলেন কলকাতার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মলিস্নক, লাবনী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমাটি মুক্তির পর টলিউড পাড়ায় প্রশংসা অর্জন করেছিলেন। বিভিন্ন ওটিটি পস্ন্যাটফর্মেও ছবিটি দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় খবর অরিন অভিনীত ওপার বাংলার দ্বিতীয় ছবি অরিন্দম বসু পরিচালিত 'আরক্ত' খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় অরিনের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রোহিত রয় ও টোটা রায় চৌধুরী।
কলকাতার ছবিতে নিয়মিত অভিনয় প্রসঙ্গে অরিন বলেন, 'দেশের বাইরে কলকাতার ছবিতে কাজ করছি, এটা আমার জন্য সৌভাগ্যের। যে ছবিগুলোতে অভিনয় করেছি তার সবগুলোই গল্পনির্ভর। ভিন্ন ভিন্ন অরিনকে দেখতে পাবেন দর্শকরা।'
২০১৬ সালে কাজী হায়াৎ পরিচালিত 'ছিন্নমূল' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অরিনের। এরপর নিয়মিতভাবে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ছবির বাইরেও কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রী। বড় পর্দার গন্ডি পেরিয়ে ছোট পর্দাতেও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মডেলিং এবং উপস্থাপনাতেও রয়েছে তার সমান বিচরণ। দীর্ঘদিন এটিএন বাংলায় প্রচার হয়েছে তার উপস্থাপনায় চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ছবির গান।