মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আসছে 'আতরবিবিলেন'

বিনোদন রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আসছে 'আতরবিবিলেন'
আসছে 'আতরবিবিলেন'

সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান লাবুর সিনেমা 'আতরবিবিলেন'। এ বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা ও প্রযোজক। সেন্সর ছাড়পত্র পাওয়ায় নির্মাতারা এবার সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।

আতরবিবিলেনের মুখ্য চরিতে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী ফারজানা সুমি। মিজানুর রহমান লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত সিনেমার আতরবিবি তিনি। চরিত্রটি সম্পর্কে সুমি বলেন, 'আতরবিবি সমাজের অন্য নারীদের মতোই স্বাভাবিক আর সুন্দর জীবনের স্বপ্ন দেখে। কিন্তু ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভী মানুষের স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় তাকে। তার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন সিনেমার কাহিনি। পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।'

আতারবিবি চরিত্রে অভিনয়ের জন্য সুমির ছিল দীর্ঘ প্রস্তুতি। সেই প্রস্তুতি নিয়ে তিনি বলেন, 'একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা যে কোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনার আতরবিবি হওয়াটা খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে। স্ক্রিপ্টের আতরবিবির মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। সেভাবেই খেয়েছি, পরেছি, কথা বলেছি। তার পরেই ক্যামেরার সামনে আতরবিবি হয়ে দাঁড়িয়েছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিং করার সময় সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকেরও ভালো লাগবে সিনেমাটি।'

সিনেমায় ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায় পড়া প্রকাশের সিনেমায় অভিষেক পশ্চিমবঙ্গের 'নটবর নট আউট' দিয়ে। তার সঙ্গে ছিলেন রাইমা সেন। আরও ছিলেন মির আফসার আলী, খরাজ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, মুনমুন সেনের মতো অভিনয়শিল্পীরা। আতরবিবিলেনে সম্পর্কে প্রকাশ বলেন, 'নানা কারণেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে দেরি হয়ে গেল। তবে দেরি হলেও একটা ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারব বলে আশা করছি।'

আতরবিবিলেনে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।

সিনেমার শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপলিস্ন, রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন লোকেশন। নির্মাতা লাবু জানিয়েছেন, আগামী ঈদ কিংবা ঈদ-পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে