বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বইমেলায় গাজী মাজহারুল আনোয়ারের 'অল্প কথার গল্প গান'

বিনোদন রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলায় গাজী মাজহারুল আনোয়ারের 'অল্প কথার গল্প গান'
বইমেলায় গাজী মাজহারুল আনোয়ারের 'অল্প কথার গল্প গান'

জনপ্রিয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের রচিত গান নিয়ে গ্রন্থ 'অল্প কথার গল্প গান'-এর পঞ্চম খন্ড। ৫০ গানের পেছনের গল্প ও ২০০ গান নিয়ে প্রকাশিত হয়েছে বইটি। সোমবার ভাষাচিত্র প্রকাশনীর ১৭ নম্বর প্যাভিলিয়নে এর মোড়ক উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী, তাদের দুই সস্তান সরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার। ২০২১ সালে গাজী মাজহারুল আনোয়ারের ৭৮তম জন্মদিনে 'অল্প কথার গল্প গান' বইয়ের প্রথম খন্ড প্রকাশের পর কলকাতার বইমেলায় প্রকাশ পায় দ্বিতীয় খন্ড ও তৃতীয় খন্ড। চতুর্থ খন্ড গত বছর একুশের বইমেলায় প্রকাশিত হয়।

দিঠি আনোয়ার বলেন, 'অল্প কথার গল্প গান' বইয়ের সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত। এর প্রথম খন্ড প্রকাশের সময় আব্বু বেঁচে ছিলেন। বেশ ঘটা করেই এর মোড়ক উন্মোচন করেছি। আশা করছি, পঞ্চম খন্ড এ বইটির মাধ্যমে আব্বুর অনেক গানের অজানা কথা পাঠক জানতে পারবেন।'

অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রম্নয়ারি কুমিলস্নার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ৬০ বছরের সঙ্গীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা গান আছে ৩টি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান তিনি। এবার এই কিংবদন্তি গীতিকারের গান এবং গান ঘিরে গল্পগুলো বই আকারে পেয়ে তার অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে