সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পরিবহণে শৃঙ্খলা আনা এখন টপ প্রায়োরিটি

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহণে শৃঙ্খলা আনা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উলেস্নখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'পরিবহণে শৃঙ্খলা আনা এটা এখন আমাদের টপ প্রায়োরিটি। বিশ্বব্যাংক একটা প্রকল্প আমাদের এখানে করছে। এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে, প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প। যা সম্পন্ন করতে পারলে বাংলাদেশের সড়ক যোগাযোগের শৃঙ্খলা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। তবে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানুষের সচেতনতা, জনগণের সচেতনতা।'

মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে 'নিরাপদ সড়ক চাই' রোড শোতে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, 'শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। আজকে মেট্রোরেলে আমি লক্ষ্য করলাম, মেট্রোরেলের পিলার পোস্টারে ভরে গেছে। এই বিষয়টা বার বার হচ্ছে। মানুষ যদি সচেতন না হয়...। আমি এই খারাপ অভ্যাস

থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।'

ঢাকায় বায়ুদূষণ 'বিপজ্জনক' অবস্থায় পৌঁছেছে মন্তব্য করে দুই মেয়র ও পরিবেশ মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রম্নত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, যে বায়ুদূষণের মোকাবিলা আজ করতে হচ্ছে, তা 'মনুষ্য সৃষ্ট'। আজকে আমাদের লজ্জার ব্যাপার, বাংলাদেশ আজকে উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময়, সেই বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণ... খুবই বাজে অবস্থা, বিপজ্জনক অবস্থা, এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং এটা অবশ্যই মনুষ্য সৃষ্ট।

ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আজকে উন্নয়ন কর্মকান্ড করতে গিয়ে রাস্তায় ধুলা, ঠিকমতো পানি না দেওয়া..., রাস্তায় প্রতিদিনই পানি দেওয়া দরকার। এই দায়িত্বটা সিটি করপোরেশনের, কোথাও কোথাও করেন। আমি তাদেরকে অনুরোধ করব, দু'জনই উদ্যমী মেয়র, তারা যেন এই কাজটি করেন। কারণ আমাদের বায়ুদূষণ... এই জন্য সারা রাজধানীতে পানি ছিটানো দরকার।'

দূষণ কমাতে যে পরিবেশ মন্ত্রণালয়েরও দায় আছে, সে কথা মনে করিয়ে দিয়ে সেতুমন্ত্রী বলেন, 'আশপাশের ইটের ভাটাগুলোর বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া দরকার। মাটি থেকে ইট তৈরি করার জ্বালানো পোড়ানো... আমাদের পরিবেশকে দূষিত করছে। আমাদের পরিবেশ মন্ত্রণালয় শুধু সার্টিফিকেট দিলে চলবে না। দরকার হলে টিম ওয়ার্ক করতে হবে। আজকে দূষণের বিরুদ্ধে অবস্থান নিন। ঢাকায় আজকে প্রায় দুই কোটি মানুষের বাস, এই ছোট শহরটা আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে