সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম

পাহাড় ধসে বাবা-মেয়ের মৃতু্য, আহত ২ জন

চট্টগ্রাম অফিস
  ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
ভারী বৃষ্টিতে রোববার চট্টগ্রামের ষোলশহর এলাকায় আইডবিস্নউ কলোনিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃতু্য হয়েছে -ফোকাস বাংলা

শনিবার রাতভর ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার সকালে পাঁচলাইশ ষোলশহর রেলস্টেশনের পশ্চিমে পাহাড়ে অবস্থিত আইডবিস্নউ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশুকন্যা বিবি জান্নাত (৭ মাস)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম আশিক জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আব্দুল হালিম জানান, রোববার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে চারজন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে থাকা অবস্থায় চারজনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে