মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না পররাষ্ট্র সচিব

যাযাদি ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের রায় ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গ্রামীণ

টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদন্ডের রায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না, তা জানতে চাওয়া হয় সচিবের কাছে।

জবাবে তিনি বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটি আমাদের একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, তারও আপিল করার সুযোগ আছে। এটি চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। এ নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে