বাজার থেকে হঠাৎ করে পলিথিন ব্যাগ 'উঠিয়ে দেওয়া সম্ভব নয়' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পস্নাস্টিক গুডস ম্যানুফেকচারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ। এ জন্য বিকল্প ব্যবস্থা বের করার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং পরিচালিত অভিযানকে আরও ফলপ্রসূ করতে এই বিনিময় সভা হয়েছে। সেখানে শামীম আহমেদ বলেন, 'পলিথিন ধুম করে উঠাতে পারবেন না। এটা উঠাতে গেলে ফেইস বাই ফেইস যেতে হবে। সবাইকে সচেতন হতে হবে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করে তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এটা এককভাবে সম্ভব নয়।'
পরিবেশ রক্ষায় ব্যবসায়ীরা সচেতন আছে জানিয়ে শামীম আহমেদ বলেন, 'সারা পৃথিবীতে যেভাবে পস্নাস্টিক পলিউশন প্রিভেনশন করা হচ্ছে সরকার সেই পদ্ধতিগুলো অনুসরণ করলে এটা সহজতর হবে এবং কমপেস্নক্স সিচুয়েশনে দাঁড়াবে না।'
এক প্রশ্নের জবাবে পাতলা পলিথিনের ব্যাপারে তিনি বলেন, 'থিনার পলিথিন বন্ধের ব্যাপারে আমরা অনেক আগেই একমত হয়েছিলাম। সাইজও বলেছিলাম। যেহেতু এটা ব্যবসা সেটা নিয়ে অনেক সমস্যা আছে। আমরা একান্তভাবে মনে করি, পাতলা পলিথিন বন্ধ করতে হবে, পরিহার করতে হবে।'