বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় এসআই শফিকুলকে কুপিয়ে হত্যা

দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
নেত্রকোনায় এসআই শফিকুলকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

নিহত এস আই শফিকুল ইসলাম উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

1

ওসি বাচ্চু মিয়া বলেন, 'সন্ধ্যায় শফিকুল বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় গলিতে একদল লোক শফিকুলকে এলোপাথাড়ি কোপাতে থাকলে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শফিকুল মারা যান।' তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে। সবদিক মাথায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।' তবে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশের এই কর্মকর্তার।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসক ফারহানা আক্তার সুমি বলেন, 'অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে