ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা রক্ষায় এমআরটি পুলিশ সদস্যরা এখন থেকে মেট্রোরেলের ভেতরে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রতিটি ট্রেনে পুলিশ সদস্য থাকবেন দুইজন, তারা পুরো ট্রেন টহল দেবেন। তবে কতদিন এমআরটি পুলিশ নিয়োজিত থাকবে সে বিষয়ে ডিএমটিসিএল কিছু জানায়নি।
ডিএমটিসিএলের নির্দেশনায় ট্রেনে পুলিশ নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান।