শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ছেলে-মেয়েদের সমান সুযোগ থাকা উচিত তারেক রহমান

যাযাদি রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
ছেলে-মেয়েদের সমান সুযোগ থাকা উচিত তারেক রহমান
তারেক রহমান

যে তিনজন তার জীবনে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' তারা যে সবাই নারী সে কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, ছেলেদের মতো মেয়েদেরও 'সমান সুযোগ থাকা উচিত'। আন্তর্জাতিক নারী দিবসে শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা, তিনজন অসাধারণ নারী। আমি সব সময় তাদের জন্য প্রতিটি সম্ভাবনা, সাফল্য ও সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে, আপনারা যারা এটি পড়ছেন, তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন।'

তারেক রহমান তার দেওয়া পোস্টের নিচে বেশ কয়েকটি পারিবারিক ছবিও দিয়েছেন- যেখানে খালেদা জিয়া, তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জায়মা রহমানকে দেখা যাচ্ছে।

নারী-পুরুষের সমান অধিকারের কথা উলেস্নখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, 'আমাদের মেয়েদেরও ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদের ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।'

তিনি লিখেছেন, 'একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসুন আমরা একসঙ্গে চ্যাম্পিয়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাই।'

এক-এগারোর পটপরিবর্তনের পর তৎকালীন সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে সুচিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান, সঙ্গে স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করে আসছে দলটি। গুরুতর অসুস্থ অবস্থায়ও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি বিগত শেখ হাসিনার সরকার।

গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর চলতি বছর জানুয়ারি প্রথম সাপ্তাহে উন্নত চিকিৎসার জন্য তিনিও লন্ডনে যান এবং বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় আছেন।

ইংরেজিতে লেখা পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশের তরুণী ও নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখেন। প্রতিটি নারীরই যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা ও সুযোগ উপভোগ করা উচিত।'

তিনি লিখেন, 'আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল ও সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে