বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বানরের নাচ

মোঃ দিদারুল ইসলাম
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
বানরের নাচ

আয় রে খোকা, আয় রে খুকি

ওই অদূরে মেলা,

1

ভাঙা চশমা চোখে দিয়ে

বানর দেখায় খেলা।

বানর মশাই বর সেজেছে

মাথায় পাগড়ি পরে,

লাজুক ঢঙে হেঁটে চলে

মুখে রুমাল ধরে।

বানর নাচে হেলে দুলে

হাসে কুঁজো বুড়ি,

আরও হাসে খোকাখুকি

আনন্দের নেই জুড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে