মা মানে তো দুটো আঙুগুল, হাঁটতে শেখার গান
আমার জগৎ-জীবন জুড়ে দুঃখ জয়ের তান।
মা সকলের মাথার উপর সুশীতল এক ছায়া
মা হলো ঠিক সবার জন্য এক সমুদ্র মায়া।
মা মানে তো চাওয়া পাওয়ার ভরসা অতল
আমার সুখে আমার দুঃখে তার দু'চোখে জল।
মা-ই থাকেন প্রহর রাঙা ভালোবাসার নাম
একটাই গান, মায়ের তরে হয় না কভু দাম।
মা হলেন যে দুঃখ ভোলা ভালোর চেয়েও ভালো
আঁধার রাতে জ্বালান বাতি দেখান পথে আলো।
দু'হাত তুলি আলস্নাহ, যেন দোয়া কবুল হয়
আমার মাকে ভালো রেখো, সুস্থ যেন রয়।