সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

মা ডেকেছে

মাহমুদ সালিম
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
মা ডেকেছে

মা ডেকেছে আয়

চরবে শখের নায়

1

তোকে নিয়ে যাব আমি

পাড়াতলির গাঁয়।

দেখব নয়ন ভরে

শ্যামলিমার তরে

শস্য ফলা সোনার দেশে

যাব ফিরে ঘরে।

স্নিগ্ধ ভোরের গায়

হাত বাড়াবো তায়

শিশিরকণা দূর্বাঘাসে

ছুটবে খোকা পায়।

মা ডেকেছে যখন

দৌড়ে এসে তখন

চুমু এঁটে দিলাম তাতেই

ভরলো মায়ের মন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে