সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

গাঁয়ের ছেলে

মো. নূরে আলম সিদ্দিকী হীরা
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
গাঁয়ের ছেলে

আমি যে এক গাঁয়ের ছেলে অলসতা মোর নাই

রোজ সকালে লাঙল ক্ষেতে জমি চষি ভাই

1

প্রতিদিন নাস্তা সারি ক্ষেতে আইলে বসে

গামছায় বেঁধে নাস্তা কেবলি আনেন মোর মায়ে।

নাস্তা যদি পান্তা হয় কলাপাতায় নূন

আঁচলে বেঁধে মরিচ আনেন এমনি তার গুণ

জমিচষা শেষ হলে ভাই তাতে দেই মই

সরিষা মুসুর বপন করে ক্ষান্ত আমি হই

গাঁয়ের ছেলে আমরা কিন্তু মোটেও আলসে নই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে