রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মায়ের পাঠশালায়

মোঃ সৈয়দুল ইসলাম
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
মায়ের পাঠশালায়
মায়ের পাঠশালায়

বলতে পারি মনের কথা

মনটা যত চায়,

শিখতে পারি ইচ্ছেমতো

মায়ের পাঠশালায়।

আরবি বাংলা অংক ইংলিশ

শিখি মায়ের কাছে,

মায়ের কাছেই জ্ঞানের ভান্ডার

লুকায়িত আছে।

মায়ের আদর ভালোবাসায়

দিনটি কাটে ভালো,

যেদিক তাকাই সেদিকে পাই

শান্তি সুখের আলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে