ফুলের বাগে ফুলের মেলা
দেখি আমি নিত্য,
নানা রকম ফুল দেখে যে
ভরে আমার চিত্ত।
গোলাপ বেলি হাসনাহেনা
রক্ত জবা লালে,
জবার রংটা লাগিয়ে দেই
আমি সখার গালে।
ইশকুল ছুটি হলে আমি
পেতে পাখির দেখা,
বনবাদাড়ে ছোটে চলি
ফেলে ভয়ের রেখা।
বকের ছানা দেখতে আমি
ওঠি গাছের ডালে,
দেখি ছানা খাচ্ছে দানা
মায়ে ছানা পালে।
আমার আমি ইচ্ছেমতো
ঘুরে ফিরে চলি,
ছোট্ট বলে কেউ আমাকে
ডাকে ফুলের কলি।