শীত সকালে আগুন জ্বেলে
গোল পাকিয়ে আর,
হয় না সময় তাপ পোহানোর
সেদিন হলো পার।
আগুন সেঁকা ম্যারাপিঠার
আর ওঠে না ভাপ,
লাউয়ের ঝুলে পিঠা মাখান
মিলে না আর খাপ।
চ্যাপা পিঠার ঝাঁলে জিভে
জমে না আর লোল,
আ উ করার এ-সব কিছুই
এখন অতীত বোল।
কলা পিঠায় পড়ে না সর
মাটির হাঁড়ির তল,
সানকিভর্তি স্বাদের পিঠা
গেল কোথায় বল্?
দিন বদলের দোলাচালে
সব হারিয়ে যায়,
শীত সকালে আনন্দ নেই
এখন পাড়া গাঁয়।