রক্তরাঙা কৃষ্ণচূড়া-শিমুল-পলাশ বন
\হশোকের গাঙে জাগছে জোয়ার ব্যথায় ভরা মন।
গানের পাখি সুর ভুলেছে কণ্ঠ নীরব, চুপ
দিনের আলো ম্স্নান হয়ে তার ঘোর শোকাতুর রূপ।
দখিন হাওয়ায় নাচ ভুলেছে সবুজ পাতার ডাল
থমকে আছে মাঝির নায়ের উড়ু উড়ু পাল।
ভাসছে না আজ কানে এসে বনঘুঘুদের ডাক
ঝাপটে ডানা উড়ছে নাতো চড়ুই-শ্যামা-কাক।
একতারাতে গাঁয়ের বাউল তুলছে না জোর তান
হৃদয়জুড়ে ডেকেছে আজ নীল বেদনার বান।
মৌরি মাতাল গন্ধঝরা দোদুল দোলা ফুল
বিলিয়ে দিতে সুরভি আজ করছে শুধুই ভুল।
কষ্ট জমা বুকের মাঝে মলিন সবার মুখ
ভয়াল স্মৃতি দিচ্ছে উঁকি, তাই উধাও সুখ।
ফেব্রম্নয়ারির একুশ তারিখ ভাই হারানোর দিন
ভাষাশহীদ যারা তাদের শোধ হবে না ঋণ।