শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সীতাকুন্ডের উপকূলে মৃত ডলফিন

  ২৯ মে ২০২০, ০০:০০
সীতাকুন্ডের উপকূলে মৃত ডলফিন

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে সাগর উপকূলে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার দুপুরে সীতাকুন্ডের কুমিরা এলাকায় বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এ মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা।

তারা জানান, সাগরে জোয়ারের পানিতে ভেসে এসেছে ডলফিনটি। দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে এটির মৃতু্য হয়েছে। ডলফিনটির আনুমানিক ওজন ৫০ থেকে ৬০ কেজি।

সীতাকুন্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, নদী ও জলজ প্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর আগেও অনেকবার জোয়ারের সঙ্গে মৃত ডলফিন ভেসে এসেছে। এসব ডলফিন অন্য কোনো এলাকা থেকে বঙ্গোপসাগরের উপকূলে ভেসে আসছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে