বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভিত্তিপ্রস্তরেই কেটে গেল আড়াই বছর, শুরু হয়নি সড়কের কাজ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১২ মে ২০২১, ০০:০০
ভিত্তিপ্রস্তরেই কেটে গেল আড়াই বছর, শুরু হয়নি সড়কের কাজ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেখল দয়াময়ী সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরেই কেটে গেল আড়াই বছর। ১৮ সালের ৩ নভেম্বর সাবেক পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর জনপ্রতিনিধিদের প্রতিনিয়ত আশ্বাস আর প্রকৌশলী এবং ঠিকাদারের পরিমাপেই সীমাবদ্ধ সড়কের কাজ বলে স্থানীয়রা অভিযোগ করেন। ৪০ বছর ধরে সড়কটি খানা-খন্দে ভরপুর। এক কিলোমিটার সড়কের অর্ধেক সম্পূর্ণ কাঁচা (মাটি)। সামান্য বৃষ্টি হলেই হাঁটা ছাড়া স্থানীয়দের বিকল্প পথ থাকে না। খানা-খন্দে ভরপুর সড়কটি ফতেপুর, মেখল ফকিরহাট, মিঠা ছড়ারকুল, দেওয়ান নগর, চবি ২ নং গেইটের সংযোগ সড়ক।

সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩২ লাখ টাকা উন্নয়ন কাজের ব্যয় ধরে ৪০০ মিটার আরসিসি ঢালাই করার কথা থাকলেও আজ অব্দি কাজ শুরু হয়নি। এতে বেশি ক্ষতিগ্রস্ত মেখল দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাদামাখা পথ দিয়ে বিদ্যালয়ে যেতে তাদের স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করে। একই সঙ্গে অন্যান্য পেশাজীবীর দুর্ভোগ তো আছেই।

জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী যায়যায়দিনকে জানান, সরকারি কাজ সরকারের নিয়ম অনুযায়ী হবে। ঠিকাদার এমএম আলম ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. টিপু ঈদের পর কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন।

উপজেলা প্রকৌশলী চৌধুরী আছিফ রেজা বলেন, কাজটির জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে। ঈদের পর কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে