রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচের মিলনমেলা

ম সাতক্ষীরা প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচের মিলনমেলা

সমাজ সেবামূলক সংগঠন সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে সাতক্ষীরায় এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন মানবকল্যাণে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের কারণে সংগঠনটি জেলাব্যাপী সাড়া ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। শনিবার বিকালে যখন ঘড়ির কাঁটা সাড়ে ৩টা তখন একে একে সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা শহরের শহীদ আব্দুস রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এ সময় সংগঠনের সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপুর সঞ্চালনায় মাসুদুর রহমান বাবু প্রত্যেকের হাতে লাল গোলাপের কুড়ি তুলে দিয়ে অভিনন্দন জানান। মুহূর্তের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পরে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে মিলনমেলা অনুষ্ঠানে সবার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ৬৭ জন সাতক্ষীরা-৯৩ এসএসসি ব্যাচের বন্ধু উপস্থিত হন। এ সময় বক্তব্য রাখেন এস এম মনির, মাসুদুর রহমান বাবু, এ এম এম শরিফুজ্জামান রুমি, মোফাজ্জেল হোসেন, নাহিদা পান্না, সাজিদ বাবু, খুরশিদ সুজা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে