শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

শেরপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছে মহিলা সংস্থা

ম শেরপুর প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২২, ০০:০০
শেরপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করছে মহিলা সংস্থা

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করছে শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রথম পর্যায়ে জাতীয় মহিলা সংস্থা ও মহিলাবিষয়ক অফিসের সহায়তায় বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স বিষয়ে ৫০ জনকে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব মহিলার প্রতিজনকে ৬ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। চেক হস্তান্তর করেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম। গত ১৬ জানুয়ারি জেলা মহিলা সংস্থার খরমপুরস্থ কার্যালয়ে চেক দেওয়া হয়। এছাড়া বর্তমানে ৮০ দিন করে ৫টি ট্রেডে আরও ২৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষ হলে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩০ লাখ টাকা দেওয়া হবে।

প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। ওই সময় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মহিলাদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আপনারা প্রশিক্ষণ নিয়ে যে কোনো কাজে এগিয়ে যাবেন।'

এ সময় জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা জানান, 'জেলার মেয়েদের প্রশিক্ষণসহ আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।'

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, এনডিসি সাদিক আল সাফিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক (ট্রেনিং মনিটরিং) কাইয়ুম মিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সদস্য আঞ্জুমান আরা লিপি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে