গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌর মিলনায়তনে কোনো কর আরোপ ছাড়াই ৫৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৮৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়। কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
পৌর মেয়র এস.এম রবীন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ছিলেন।
বাজেট ঘোষণা করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন। এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পৌর নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিঞা, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামান, সহকারী প্রকৌশলী মুন্নুর আহমেদ, হিসাবরক্ষক দুলাল মোড়ল ছিলেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd