মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর বালু উত্তোলন বন্ধ

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২২, ০০:০০

"কাশিয়ানীতে থামছে না অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন" "ফসলী জমি ড্রেজারের পেটে"। গত ২ আগস্ট যায়যায়দিন পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের দৃষ্টিগোচরে আসে।

সংবাদ প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে গত ৪ আগস্ট সদ্য যোগদানকারী সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান উপজেলা নিজামকান্দি, পুইসুর, বেথুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ড্রেজার মালিকদের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কড়ি গ্রামের প্রশান্ত বিশ্বাস (৪০) এবং ফলসি গ্রামের হাফেজ সেখকে (৩৫) ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। এ সময়ে আরও কিছু ড্রেজার ধ্বংস করা হয়।

ইউএনও মেহেদী হাসান জানান, এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে