বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

'তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না'

গাইবান্ধা প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের কোনো বিকল্প নাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীন কোনো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনই নির্বাচন করতে হবে। সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবীব সোহেল, ফারুক আলম সরকার, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে