শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ ইনোভেশন সেন্টার, বিইউএফটি'কে বই ম্যানেকিন প্রদান করেছে এইচএন্ডএম

নতুনধারা
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০

বহুজাতিক খুচরা-পোশাক কোম্পানি (ৎবঃধরষ-পষড়ঃযরহম পড়সঢ়ধহু) এইচএন্ডএম গ্রম্নপ (ঐ্‌গ এৎড়ঁঢ়) বাংলাদেশের পোশাক শিল্প পেশাজীবীদের পরবর্র্তী প্রজন্মের জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধির জন্য সেন্টার অফ ইনোভেশন, এফিশিয়েন্সি অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ঈওঊঙঝঐ) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (ইটঋঞ)'কে বই ও ড্রেসমেকার ম্যানেকিন প্রদান করেছে।

বিইউএফটি'র শিক্ষার্থী এবং সিআইইওএসএইচ-এর প্রশিক্ষণার্থীদের জন্য বই ও ম্যানেকিনগুলো গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে, কারণ তারা উচ্চ মানের পোশাক তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা রপ্ত ও কৌশলগুলো শিখছে।

এইচএন্ডএম গ্রম্নপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান ২১শে মার্চ ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপেস্নক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে বই ও ম্যানেকিনগুলো উপহার দেন।

এ সময় বিজিএমইএ-এর সহ-সভাপতি মিরান আলীও উপস্থিত ছিলেন।

এইচএন্ডএম গ্রম্নপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান বলেন, 'বৈচিত্র্যকরণ আরও বাড়ানো এবং পোশাক শিল্পের টেকসই রূপান্তরের জন্য শিক্ষা মূল চাবিকাঠি। এইচএন্ডএম গ্রম্নপের পক্ষ থেকে আমরা আমাদের শিল্প অংশীদারদের সঙ্গে সহযোগিতা ও একসঙ্গে কাজ করার শক্তিতে বিশ্বাস করি। আমরা আনন্দিত যে বিইউএফটি এবং এর শিক্ষার্থীদের জন্য এই ক্ষুদ্র অবদান রাখতে পেরেছি।'

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, 'বাংলাদেশের পোশাক শিল্প টেকসই প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে, যেখানে আমাদের মূল ফোকাস হলো পরিমাপ থেকে মূল্যে (াড়ষঁসব :ড় াধষঁব) এবং পরিমাণ থেকে মানে (য়ঁধহঃরঃু :ড় য়ঁধষরঃু) স্থানান্তর। এই রূপকল্পের সফঙ্গ সামঞ্জস্য রেখে, শিল্পের প্রধান অগ্রাধিকারগুলো হলো উদ্ভাবন, প্রযুক্তিগত মানোন্নয়ন, পরিবেশগত টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন।'

তিনি আরও বলেন, "এইচএন্ডএম গ্রম্নপ কর্তৃক সিআইইওএসএইচ এবং বিইউএফটি'কে বই এবং ড্রেসমেকার ম্যানেকিন উপহার দেওয়ার উদ্যোগটি গ্রম্নপটির একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি পরবর্তী প্রজন্মের পোশাক শিল্প পেশাজীবীদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করার বিষয়ে গ্রম্নপটির প্রতিশ্রম্নতিরই বহিঃপ্রকাশ। আমরা শিল্পের টেকসই উন্নয়ন প্রচেষ্টায় সহযোগিতা প্রদানের জন্য এইচএন্ডএম'কে ধন্যবাদ জানাই।' সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে