সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ঝুট ব্যবসার দ্বন্দ্ব যুবলীগ নেতার নামে মামলা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ০০:০০

ঝুট ব্যবসার দ্বন্দ্বে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন মৃধার নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সুমন মৃধাসহ আরও বেশ কয়েকজনের নাম উলেস্নখ করে কালিয়াকৈর থানায় মামলা করেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ট্রাক ঝুট বের করলে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুলের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

সুমন মৃধা বলেন, তার নামে মামলা হয়েছে অথচ তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। যে কারখানার ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব সেটি আমার পার্শ্ববর্তী এলাকা কালিয়াকৈরে। যেহেতু ভিন্ন ইউনিয়নে ঘটনা, সে ক্ষেত্রে তার কোনো সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। পূর্বশত্রম্নতার জের ধরে তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ঝুট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্ব। ভুক্তভোগী নাজমুলের বাবা অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে