শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মধ্যনগরে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বন্যার আশঙ্কা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৩, ০০:০০
সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টিতে পস্নাবিত সীমান্তবর্তী এলাকা -যাযাদি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়

অবিরাম বৃষ্টিতে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, ভারতের মেঘালয় থেকে

উজানের পানি নেমে প্রভাব পড়েছে জেলার নিম্নাঞ্চলে। যার ফলে দ্রম্নত বাড়ছে নদী ও হাওড়ের পানি। অতি বৃষ্টির দরুন পাহাড়ি ঢলের পানি উপচে প্রবেশ করেছে নিম্নাঞ্চলের হাওড় গুলোতে। এতে বন্যার আতঙ্কে রয়েছে মধ্যনগরবাসী।

জানা গেছে, দ্রম্নতগতিতে নেমে আসছে পাহাড়ের ঢলের পানি। এরই মধ্যে সীমান্তের কয়েকটি গ্রাম পস্নাবিত হয়েছে। কয়েকদিন ধরে লাগাতার অতি ঘন বৃষ্টিও বেড়েছে। উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ভারত সীমান্ত এলাকার নদী-নালা উপচে, পানি প্রবেশ করেছে হাওড়গুলোতে। পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতের সৃষ্টি হওয়ার কারণে সড়ক পথ ভেঙে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। যার কারণে মানুষের যাতায়াতের সড়ক তলিয়ে মহিষখলা এবং গোলগাঁও চলাচল বন্ধ রয়েছে। যদি এভাবে অবিরাম বৃষ্টি চলতেই থাকে, তবে এসব অঞ্চলের মানুষ বন্যার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে