রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পাইকগাছার শিবসা নদীতে কুমির আতঙ্কে জেলেরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৩, ০০:০০

খুলনার পাইকগাছার শিবসা নদীর সর্বত্র কুমির-আতঙ্ক বিরাজ করছে। এতে বিপাকে পড়েছেন মৎস্য আরোহী ও জেলেরা। কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছেন মৎস্যজীবীরা। প্রায়ই নদীর কিনারে ডাঙায় উঠে আসছে কুমির। মাছ ধরতে গিয়ে কুমিরের তাড়া খেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন কয়েকজন।

সূত্র মতে খুলনার পাইকগাছা উপজেলার শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরণ করছেন বলে অনেকে দেখছেন। কুমিরের আক্রমণে হতাহতের ঘটনাও ঘটেছে। এতে উপজেলার সর্বত্র কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে এলাকার লোকজন নদীতে নামছেন না। মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে জেলে পরিবারগুলো বিপাকে পড়েছে।

সম্প্রতি উপজেলার পার্শ্ববর্তী দাকোপ উপজেলার কালাবগী গ্রামের খায়রুল ইসলাম মোড়ল নদীতে মাছ ধরার সময় কুমির তাকে টেনে নিয়ে যায়। দু'দিন পর তাঁর লাশ ভেসে ওঠে। খায়রুলের মৃতু্যর পর কুমির-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ নদীতে নামছেন না।

সোলাদানার রবিউল সানা বলেন, প্রায়ই শিবসা নদীতে কুমির ভাসছে। কুমির এসেছে এ কথা শুনে বাড়ি থেকে নদীতে মাছ ধরতে যেতে দিচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে