শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১১ আগস্ট ২০২৩, ০০:০০
বিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ভোগে রয়েছেন। পানি পান করার জন্য তাদের যেতে হয় বিদ্যালয়ের পাশের বাড়ি অথবা পানি নিয়ে আনতে হয় বাড়ি থেকে।

সরেজমিন দেখা যায়, উপজেলার সাহানগর ২নং ও হামলাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েলের অভাবে বিশুদ্ধ পানির সংকট রয়েছে।

1

হামাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্বপ্না রানী দাস বলেন, প্রায় ৭ বছর পূর্বে বিদ্যালয়ের টিউবওয়েলটি বিকল হয়। পরে স্থানীয় মেকানিকের মাধ্যমে মেরামত করে পানি তোলার ব্যবস্থা করা হয়। কিন্তু দুই বছর পর সেটি পুরোপুরিভাবে বিকল হয়ে যায়। সেজন্য বিদ্যালয়ের পাশের বাড়িগুলো থেকে পানি এনে পান করতে হয়।

তিনি আরও বলেন, তার বিদ্যালয়ে দপ্তরি না থাকায় অনেক সময় শিক্ষার্থীরা কলসিতে করে পানি এনে পান করে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি।

সাহানগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিউলী রানী রায় বলেন, তার বিদ্যালয়ে শিক্ষার্থী ১২৮ জন। উপস্থিতির হার শতকরা ৮০ শতাংশ। কিন্তু নলকূপ না থাকায় ছাত্রছাত্রীরা স্বাস্থ্য ঝুঁকিতে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, রক্ত সঞ্চালন ও শরীরের কার্যক্রমকে সক্রিয় রাখতে পানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চাহিদা অনুযায়ী পানি পান না করলে কিডনিজনিত সমস্যাও হতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। শিগগিরই সমস্যা সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে