সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

সনদ বিতরণ

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিনামূল্যে অসহায় নারী ও যুবদের কম্পিউটার এবং ড্রাইভিংয়ের সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার শহরের আরাপপুরে বহুমুখী মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে সনদ বিতরণ ও সম্মানী প্রদান করা হয়। সংস্থাটির জেলা শাখার সভাপতি জোয়াদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক বিপুল আশরাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শৈলকুপার বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, সাংবাদিক লোটাস রহমান সোহাগ প্রমুখ।

বৈঠক অনুষ্ঠিত

ম বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের জোনাল কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে পারস্পরিক সহযোগিতা শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ এবং ভারতীয় কোস্টগার্ডের আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা ও ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

\হ

চারা বিতরণ

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মধুখালী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, মধুখালী যুব ইউনিয়নের সভাপতি শাহ্‌ কুতুবুজ্জামান, সম্পাদক মাসুদ রানা, মধুখালী উপজেলা সিপিবির সভাপতি আকমল হোসেন, সম্পাদক নওশেরুল আলম প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানে সঞ্চালনায় আরাও বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ গোপাল দাশসহ অনেকে।

মাঠ দিবস

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন সংরক্ষণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার। গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার কৃষিবিদ আবুল হাসান। অনুষ্ঠানে ৫০ জন কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত

ম কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাউখালীতে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিসদ সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ইউএনওর সভাপতিত্বে সৈয়দা সাদিয়া নূরিয়া এতে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ইশতেখার আলম ফরহাদ, নিরাপদ খাদ্য অফিসার কিরণ তনচংগ্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, কাউখালী প্রেস ক্লাব সভাপতি আরিফুল হক মাহাবুব প্রমুখ। ইউএনও সৈয়দা সাদিয়া বলেন, 'আমাদের বাজার মনিটরিং জোরদার করতে হবে ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন করা হবে।'

নাটক প্রদর্শন

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

'সবাই যদি হই একজোট, বাল্যবিবাহ হবে প্রতিরোধ' এ স্স্নোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও সচেতনতা মূলক নাটক প্রদর্শন করা হয়েছে। সোমবার ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এফ এইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার, প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, ইউপি সদস্য স্বপন শর্মা রনি ও মহিলা সদস্য পুতুল রানী বড়ুয়া প্রমুখ।

মতবিনিময় সভা

ম পাবনা প্রতিনিধি

পাবনা কলেজের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি প্রফেসর শিবজিত নাগের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুলস্নাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক রনি, শিক্ষক রোকশানা পারভীন, মাহফুজুল হক, সৈয়দ গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় প্রফেসর শিবজিত কুমার নাগ বলেন, 'শুধু ক্লাস নয়, বিষয় ভিত্তিক ও জাতীয় দিবস নিয়ে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে

ত্বরান্বিত করতে হবে।'

স্মরণসভা

ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ডা. আখলাকুল হোসাইন আহমেদের ১১তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। আরও বক্তব্য রাখেন- সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম কবির, জেলা প্রশাসক সাহেদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।

ফেনসিডিল উদ্ধার

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ। সোমবার শার্শা থানাধীন ছোট মান্দারতলা গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, 'ছোট মান্দারতলা গ্রামের ঈদগাহের সামনে চেকপোস্ট স্থাপন করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।'

অবহিতকরণ সভা

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) আবদউলস্নাহ আল রিফাত, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, উপজেলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা

ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের উজিরপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার জলস্না ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুমার মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক জওহর লাল সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সংসদ সদস্য শাহে আলম, সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।

দোয়া মাহফিল

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হালিমপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মইনউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, ফারুক আহম্মেদ বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবি, সুব্রত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নুরুন্নবি বাদল, মোবারক হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান বোরহান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ।

সাধারণ সভা

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারণা চালাতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন শাহসহ উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, এনজিও প্রধান ও ১০ ইউনিয়নের চেয়ারম্যান।

সভা অনুষ্ঠিত

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজওয়ানুল হক বিপস্নব, জেলা যুবলীগের সম্পাদক দেবশীষ দত্ত সমীর, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিহারঞ্জন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, খনগাঁও ইউপি চেয়ারম্যান শহীদ হোসেন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিকেকানন্দ নিমাই প্রমুখ।

শোক সভা

ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিলস্নার দেবিদ্বারে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুছ ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন মোলস্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগ সম্পাদক রোশন আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবদুল মতিন মুন্সি, উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান প্রমুখ।

চারা বিতরণ

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে চারা বিতরণ করে সাংবাদিক ঐক্য পরিষদ। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জোবরা উমেশ কিন্ডারগার্ডেন অ্যান্ড হাই স্কুলে এ চারা বিতরণ করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আসলাম পারভেজ, সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সুমন পলস্নব, প্রচার সম্পাদক আবু নোমান, সদস্য এরশাদ আলি, স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষিকা শ্যামলী বড়ুয়া, দোলন কান্তি বড়ুয়া, কাজী এরশাদ আলি, অ্যানি বড়ুয়া প্রমুখ।

সচেতনতামূলক সভা

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু পানিতে পড়ে মৃতু্য প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলার পশ্চিম বালিপাড়া পাইলট স্কুলে ২৫ জন কিশোরীকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম। এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল ইসলাম, জেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, অ্যাসোসিয়েট সেলফ অফিসার হাফিজায়া খানম, প্রধান শিক্ষক নেছার আহমেদ, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বয়াতি, শেখ মনিরুজ্জামান প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। আরও বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, ওসি (তদন্ত) জালাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইসলাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, হাজী জয়নাল আবেদীন, আব্দুল আলী মন্ডল, সাইদুর রহমান ভূইয়া, ওবায়দুল হক, শফিকুল ইসলাম, বাবুল পাঠান প্রমুখ।

চেক প্রদান

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা চাকরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রয়াত সদস্যের মরণোত্তর চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, কালব'র পরিচালক আরিফ হাসান, জেলা ব্যবস্থাপক এসএম ইদ্রিস। এ সময় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের উপজেলা কমিটির সম্পাদক শেখ বেলাল উদ্দীন, সহ-সভাপতি প্রভাষক রাকিবুজ্জামান, সহকারী অধ্যাপক নূরুজ্জামান, নাসরিন আরা, কোষাধ্যক্ষ আব্দুল করিম মোড়ল প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ওসি সোহাগ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া, মহিলাবিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রেজা, ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, পুতুল রানী দাস, অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূঁইয়া, সফিকুল ইসলাম, ফারুক মিয়া, রুবেল মিয়া প্রমুখ।

মাসিক সভা

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে জেলা পলিসি ফোরামের আয়োজনে ব্রিটিশ কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে ও সম্পাদক পরিতোষ দেবের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের ১৬ সদস্য অংশগ্রহণ করেন। সভায় সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়।

কমিটি গঠন

ম রংপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আসাদুজ্জামান বাবুকে আহ্বায়ক ও শামীম মিয়াকে সদস্য সচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়ে। শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক নুরুল ইসলাম নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করেন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহ্বায়ক হাবিবুব রহমান লেবু, সদস্য জসিম উদ্দিন, শাহজাহান মজুমদার, আব্দুল কাদের মিয়া, মাহবুব হোসেন, ফিরোজ কবির, রাকিবুল হাসান রকি প্রমুখ।

সমন্বয় সভা

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এই সভার আয়োজন করে। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পকিল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের মো. সানাউলস্নাহ নুরী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকি প্রমুখ।

দোয়া মাহফিল

ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ ম ওহিদুর রহমানের সভাপতিত্ব ও সম্পাদক আবু সাঈদ শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরল করীম মুন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন প্রমুখ।

অভিভাবক সমাবেশ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে মোবাইলের অপব্যবহার, অত্মহত্যা, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান বনি ছদরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, প্রধান শিক্ষক পারভীন সুলতানা, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক প্রমুখ।

মতবিনিময় সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ মো. সুপার কামরুজ্জামান। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার সভাপতিত্বে ও উপ-পরিদর্শক তারেক মাসুদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে