রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার রুবেল মিয়া, আলাল মিয়া, মুখলেছুর রহমান, সোহেল মিয়া, মানিক মিয়া, দুলাল মিয়া ও মুক্তার মিয়া নামে সাতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার পাকুন্দিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা জানান, পৌর এলাকার নামা লক্ষীয়া মৌজায় এক নম্বর খতিয়ানে ১৫৩৩ দাগে ১৭ শতাংশ জমির একটি সরকারি হালট রয়েছে। এই হালট দিয়ে শত বছর ধরে ওই এলাকার শত শত মানুষ চলাচল করে আসছে। গত ১৭ এপ্রিল রাতে পাশের বাড়ির নিখিল চন্দ্র সরকারের নেতৃত্বে ওই হালটের মাঝখানে একটি রান্নাঘর ও একটি টয়লেট নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। পরে এলাকাবাসী ওই রান্নাঘর ও টয়লেটটি ভেঙে রাস্তাটি উন্মুক্ত করে। এতে নিখিল চন্দ্রের ভাতিজা সুমন সরকার বাদি হয়ে ওই হালটটিকে নিজের সম্পত্তি দাবি করে মামলা করেন।

পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, 'বিরোধপূর্ণ জায়গাটি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উভয় পক্ষের সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি মেপে সীমানা নির্ধারণ করে দিয়ে এসেছি। এটি একটি সরকারি হালট।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে