রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
যশোরে দু'দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আধুনিক কৃষিতে রূপান্তরে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে:ডিজি

নতুনধারা
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দু'দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল)-এর কার্যালয়ের সভাকক্ষে দু'দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) মো. আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী।

এসময় তিনি বলেন, 'বর্তমানে কৃষিকে আরও আধুনিক কৃষিতে রূপান্তরে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধি করা হবে।' দেশের খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধানের আবাদ বৃদ্ধির পাশাপাশি উচ্চমূল্যের নিরাপদ ফল ও সবজি চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং-এর অতিরিক্ত পরিচালক (প্রকল্প পরিকল্পনা) কৃষিবিদ ড. ফ.ম মাহবুবুর রহমান, উপ-পরিচালক মুহ: মোফাকখারুল ইসলাম, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর-এর উপ-পরিচালক মো: মঞ্জুরুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া'র উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) কৃষিবিদ মো: আবু হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মাসুম আব্দুলস্নাহ। দুই দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী দিনের সেশনে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং-এর অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন-২) কৃষিবিদ মো. সামিউর রহমান। দু'দিনের এ প্রশিক্ষণ কার্যক্রমে যশোর অঞ্চলের ৬টি জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত নবনিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ম সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে