সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা অর্থ বিভাগের প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ বিষয়ে আলোচনা

নতুনধারা
  ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

'প্রতিরক্ষা অর্থ বিভাগ (ডিএফডি) কর্তৃক প্রদত্ত সেবার মান আরও সুসংহতকরণ আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা রোববার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।

সিএজি মো. নূরুল ইসলাম তার বক্তব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করে আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সেবাগ্রহীতাকে সেবা প্রদানের মাধমে সেবার মান আরও বৃদ্ধি এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষা অর্থ বিভাগ (ডিএফডি)-সহ নিরীক্ষা ও হিসাব বিভাগকে একটি আধুনিক, স্মার্ট ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট) এস এম রেজভী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা। ম আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে