লক্ষ্ণীপুরের রামগতি থানার চরআলগী ইউনিয়নের স্কুলছাত্রী মুনিয়া অপহরণ মামলার মূল হোতা সাগরসহ চার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রামগতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন। মামলার আসামিরা হলো- সাগর, মাহফুজ, মো. রনি ও মো. শামীম।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর তাসমিয়া সুলতানা মুনিয়া (১৫) নামের শিক্ষার্থীকে আসামিরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে। ওই দিনই মুনিয়ার বাবা মুনির উদ্দীন রামগতি থানায় মামলা দায়ের করেন। অপহরণের তিন দিন পর পুলিশ মুনিয়াকে উদ্ধার করে। পরে ম্যাজিস্ট্রেট মুনিয়ার জবানবন্দি নিয়ে তার বাবার জিম্মায় হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, 'ছয় আসামির মধ্যে সাগরকে রামগতি থানার হাজীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।'