লক্ষ্ণীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের মার্কেট নির্মাণ কাজ নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছেন পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। নকশা অনুমোদন না থাকায় কাজটি বন্ধ করা হয়। গত বুধবার পৌর শহরের পীর ফয়েজউলস্নাহ সড়কের পাশে এ ঘটনা ঘটে। সরকারি জমিতে সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে মিনি সুপার মার্কেট করা হচ্ছিল। এ মার্কেটের আয় দিয়ে চালানো হবে উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি।
অন্যদিকে ওই জমি নিজেদের সমিতির নামে জেলা পরিষদ থেকে লিজকৃত দাবি করে রিকশাজীবী সমিতির ৬০-৭০ জন সদস্য ও তাদের পরিবার মানববন্ধন করে। ৩০-৩২ বছরের বেশি সময় ধরে সেখানে তাদের সমিতির অফিস ছিল। প্রায় ৪ বছর আগে তারা স্থায়ী নির্মাণ কাজ করতে গেলে প্রশাসন সেগুলো গুড়িয়ে দেয়। এদিকে মানববন্ধন চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। তিনি সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এরপর নির্মাণ কাজ শুরু হলে পৌরসভার কর্মচারীরা এসে বন্ধ করে দেয়। ওই সময় তারা কাজের ঠিকাদার জাকির হোসেন দেওয়ান ও শাহ আলমকে কাজ বন্ধে মেয়রের সাক্ষরিত নোটিশটি দেখান। মার্কেট নির্মাণে পৌরসভা থেকে নকশা অনুমোদন না নেওয়ার অভিযোগে এ নোটিশটি দেওয়া হয়। রিকশাজীবী সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন বলেন, 'আমরা এখানে আমাদের অফিস ও রিকশা স্ট্যান্ড করে দিতে মেয়রের কাছে অনুরোধ জানিয়েছি। তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।' ঠিকাদার জাকির হোসেন দেওয়ান বলেন, 'নির্মাণ কাজটি করার জন্য সহকারী কমিশনার (ভূমি) আমাকে নিয়োজিত করেছেন। পৌরসভার কর্মচারীরা শ্রমিকদের যন্ত্রপাতি নিয়ে যাওয়ায় ও নোটিশ দেওয়ায় কাজটি বন্ধ রয়েছে।'
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, 'ওই স্থানে সরকারি প্রায় আড়াই শতাংশ জমি রয়েছে। এটি জেলা পরিষদের জমি নয়। ওই জমিতে কারও লিজ নেই। আমাদের জমিতে আমরা উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরির ব্যয় নির্বাহের জন্য ৪টি দোকান ঘর নির্মাণ করছি।'
পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, 'যেকেউ পৌর এলাকায় ইমারত বা স্থায়ী স্থাপনা নির্মাণ করতে গেলে পৌরসভায় নকশা অনুমোদন করতে হয়। সরকারি জমিতে কাজটি করতে কোনো নকশা অনুমোদন করা হয়নি। এজন্য নির্মাণ কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। নকশা অনুমোদন হলেই কেবল কাজটি করা যাবে।'
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, নোটিশের বিষয়টি নিয়ে কথা হচ্ছে। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।