বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান সেনা জোনের

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান সেনা জোনের

বান্দরবানের আলীকদমে লে. কর্নেল সাব্বির হাসানের নেতৃত্বে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে মুরুং সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলায় জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হলরুমে এর আয়োজন করা হয়।

এ সময় জোন কমান্ডার সাব্বির হাসান বলেন, 'ইদানীং দেখা যাচ্ছে, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশ নিয়ে আসছে। যা দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এতে সামাজিক শিষ্টাচার ও পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে।' তিনি আরও বলেন, 'রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে না, এলাকায় কোথাও কোন চোরাকারবারি অথবা মাদকদ্রব্যের অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে যেন জোনকে অবহিত করবেন।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেজর শওকাতুল মোনায়েম ও মেজর আজিজুল হাকিম প্রিন্স।

এ সময় উপস্থিত মুরুং সম্প্রদায়ের ৬০ জনের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে প্রতিজনকে দুই কেজি চিনি, দুই কেজি আটা, চা-পাতা ও লবণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে