ঝিনাইদহের মহেশপুরে ও নোয়াখালীর সুবর্ণচরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর :
ঝিনাইদহ ও মহেশপুর প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম রসুল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গুড়দাহ বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে উপজেলার আলফাতুননেছা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশিষ দাস জানান, 'সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল গোলাম রসুল। পথিমধ্যে গুড়দাহ বাজার পার হলেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।'
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেল সংঘর্ষে তাওসিফ হোসেন রাহী (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। বুধবার নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এ ঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুই শিক্ষার্থী আহত হয়। নিহত রাহী উপজেলার চরবাটা ইউনিয়নের হাফেজ দিদার হোসেনের ছেলে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল আজিম বলেন, 'সড়ক দুর্ঘটনায় রাহীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালে আনার পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ওসি হুমায়ন কবির বলেন, 'পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।'