সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইবিতের্ যাগিংয়ের আশঙ্কায় নবীনবরণ বন্ধ ঘোষণা

ইবি প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও জেলা কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নবীনবরণ অনুমোদন বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে। প্রশাসনের দাবির্ যাগিংয়ের আশঙ্কা এড়াতে এই ধরনের অনুষ্ঠান এখন থেকে অনুমোদন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন আজাদ।

তিনি বলেন, 'হাইকোর্টের কর্তৃকর্ যাগিং হতে পারে এমন অনুষ্ঠান এড়িয়ে চলার নির্দেশনা রয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল যেখানে নবীনদের বড় জামায়েত করা হয় সেখানের্ যাগিংয়ের আশঙ্কা থেকে যায়। আপাদত জাতীয় কর্মসূচি ব্যতীত জেলা কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নবীনবরণ বন্ধ থাকবে।'

গত ১২ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ফুলপরী খাতুন নামে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন,র্ যাগিং ও ভিডিও ধারনের আলোচিত ঘটনার পর থেকেই এই বিষয়ে নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকের্ যাগিং নিয়ে শক্ত অবস্থানে থাকবে কর্তৃপক্ষ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে