সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্প

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্প। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২টি দেশের ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস এসব তথ্য নিশ্চিত করেন।

জীবন কানাই দাস জানান, ইতোমধ্যে ভারতের ৬২ সাইক্লিস্ট ও বিভিন্ন দেশের অতিথিরা এসে পৌঁছেছেন। তাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ গান্ধী আশ্রমের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এ ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সোনাইমুড়ি ইউএনও ইসমাইল হোসেন, ভারতের স্নেহালয়া সংঘের আহ্বায়ক গিরিশ কুলকার্নি, গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে