নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে 'বিশ্ব বসতি দিবস' ও 'শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ' উদযাপন করা হয়েছে। বসতি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় 'স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি'। আর শিশু দিবসের প্রতিপাদ্য- 'শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতে বিশ্ব গড়ি'। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্র্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত সার্কেল ও বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান। বক্তব্য রাখেন- টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, মাহফিজুর রহমান, সহকারী প্রকৌশলী বাবু কুমার বিশ্বাস প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জমান প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি জানান, 'স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্বারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন।
আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী উৎপল পোদ্দার, নাজমুস সাকিব, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান, জুয়েল খান প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে শোভাযাত্রায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল আলম, তন্ময় কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভায় ইউএনও রাজীব উল আহসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। বক্তব্য রাখেন- সিনিয়র মৎস্য অফিসার তানবীর আহমাদ, বারহাট্টা থানার ওসি (তদন্ত) স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম ছন্দু প্রমুখ।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অংশ নেন কৃষিবিদ সাইফুল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মীম, ওসি (তদন্ত) জালাল আহম্মেদ ও কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু।