শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

স্বদেশ ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

রাজশাহী অফিস জানান, রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

তিনি জানান, মহানগরীতে ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৬-১১ মাস বয়সি ৮ হাজার ৯১০ জন এবং ১২-৫৯ মাস বয়সি ৫৬ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ক্যাম্পেইনে জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে ছয় মাস থেকে ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ক্যাম্পেইনের দিনে বাদ পড়া শিশুদের পরবর্তীতে খুঁজে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ হোসেন রায়হান, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু প্রমুখ বক্তব্য দেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলায় এবার ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ শিশুকে ভিটামিন এ পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. নূরুল হক।

তিনি জানান, শিশুদের মধ্যে ৩০৪৩৬৮ জন পাবে লাল রঙের ক্যাপসুল এবং ৪১২২৬ জন পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়াও জেলার ১৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ২৬৬, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭, সিএইচসিপি থেকে ২১৫ ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে ৩৭৭০ জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মোহাম্মদ সানজিদ জামান, সিনিয়র স্বাস্থ্য অফিসার কলিম উলস্নাহ সিকদার, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি সাবান মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রাসেল চৌধুরী প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর জেলায় ৩ লাখ ৪ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স রুমে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এদিন জেলার ১ হাজার ৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৪২ হাজার ৬৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ২ লাখ ৬২ হাজার ৫৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার ৯ উপজেলা ও তিনটি পৌরসভায় এক হাজার ৮৫৮টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ২৩১ জন সুপার ভাইজারের অধীনে ৩ হাজার ৭১৬ জন সেচ্ছাসেবক এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে সহযোগিতা করবে। ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় সংবাদকর্মীদের এই তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে