সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

রাসায়নিক সার বিতরণ

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ ও উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উফশী জাতের বীজ ৪৬০০ জন ও হাইব্রিড জাতের ৪ হাজার ৬০০ জনকে এসব বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। সভাপতির বক্তব্য রাখেন ইউএনও বহ্নিশিখা আশা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।

গ্র্যাজুয়েশন উৎসব

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে শিখন শিকড় কেন্দ্রের শিশুদের গ্র্যাজুয়েশন উৎসব পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় গত রোববার দিনব্যাপী বীরগঞ্জ শালবন মিলনায়তনে লার্নিং রুটস শিশুদের নিয়ে এ উৎসব পালিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে জুনিয়র প্রোগ্রাম অফিসার অনিন্দিতা কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এনামুল ইসলাম, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, শিশু সুরক্ষা অফিসার গোল্ডেন সরকার, প্রধান শিক্ষক সতেন্দ্রনাথ রায় প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ক্লাব চত্বরে তালোড়া ইউপি চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা সদস্য মেহেরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসি ল্যান্ড লিজা আক্তার বীথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি সনাতন চন্দ্র সরকার, ডা. এসএ মোকতাদ রাজু, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অবসরপ্রাপ্ত জয়েন্ট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী কবিরাজ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী।

কর্মী সমাবেশ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণার অংশ হিসেবে বগুড়ার ধুনটে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে বাকশাপাড়া গ্রামে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আ'লীগের সহ-সভাপতি শিল্পী রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান। গোসাইবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য ঝর্ণা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক লাভলী ইয়াসমিন, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু প্রমুখ।

সহোদরকে সংবর্ধনা

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার সর্বোচ্চ আয়করদাতা ও সেরা ভ্যাটদাতা হিসেবে সম্মাননা অর্জনকরী দুই সহোদর ফুলবাড়ী গুপ্তা পস্নাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শ্যামা কালিমন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ী শাখার আহ্বায়ক শ্রী বিশাল প্রসাদ।

পরিচিতি সভা

ম লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও ময়নুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, আনোয়ার হোসেন মিরু, এসি ল্যান্ড লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল জব্বার।

প্রশিক্ষণ কর্মশালা

ম ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রশাসন ভবনের সভাকক্ষে কর্মশালায় অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এইচএম আলী হাসান। রিসোর্স পার্সন ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম।

এনগেজমেন্ট কর্মশালা

ম কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় উত্তরণের ওয়ার্স প্রকল্পের আওতায় মহিলাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনগেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মুস্তাইন বিলস্নাহ ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশিদ। প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের ওয়ার্স প্রকল্পের ম্যানেজার ইমদাদুল হক। সহযোগিতা করেন প্রশিক্ষক বিলকিস খাতুন। বক্তৃতা করেন সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী প্রমুখ।

মা সমাবেশ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গাফফার সুমন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুহুল আমীন। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য এনামুল কবির, মর্জিনা আক্তার মুন্নি, খাদিজা আক্তার, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ।

উন্নয়ন বিষয়ক কর্মশালা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙামাটি হিল ফ্লাওয়ারের আয়োজনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম (সিসিএইচপি) শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে স্টেকহোল্ডার এবং স্থানীয় পর্যায়ে প্রিন্ট মিডিয়ার সঙ্গে জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মহিউদ্দিন। হিল ফ্লাওয়ারের সিনিয়র কর্মকর্তা মিলন চাকমার সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার ও ট্রেইনার এপ্পি চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, সমবায় অফিসার নাদিরা বেগম প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি কুঞ্জবিহারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর রশময় কীর্তনিয়া, এসিল্যান্ড উম্মে হাবিবা ফারজানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, ওসি মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ইউএনও'র মতবিনিময়

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউএনও মোহাম্মদ মেস বউল আলম ভুঁইয়া। নবাগত ইউএনও'র আমন্ত্রণে নিজ কার্যালয়ে সোমবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক সভাপতি শফিকুর রহমান (দৈনিক যায়যায়দিন), সদস্য সচিব শরিফ উদ্দিন, আলমগীর মিয়া (আমাদের সময়), আল মামুন খান (এশিয়ান টিভি লি.), নারায়ন চক্রবর্তী (আমার সময়), রিমন খান (বিজনেস বাংলাদেশ), সাংবাদিক মোখলেছুর রহমান, মাহবুব রহমান খন্দকার, শরিফ বক্স, আক্তার হোসেন প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচ

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে ইপু ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও কালীঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে কালীঘাট রোড মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন ইপু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমদাদুল হক ইপু, শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ চৌধুরী, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, কালীঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, সাংবাদিক সংস্থা মৌলভীবাজার সভাপতি শফিকুল ইসলাম রুম্মন।

পুরস্কার বিতরণ

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক গোলজার হোসেন আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমত উলস্না খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা কাজী মো. সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে