বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ময়মনসিংহ-৪ (সদর)

নৌকা ডোবাতে মরিয়া ট্রাক সমর্থকরা

ময়মনসিংহ বু্যরো
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোহিত উর রহমান শান্ত আমিনুল হক শামীম

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। নানা আলোচনা আর টান টান উত্তেজনায় ভোটের মাঠ গরম করে রেখেছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আসন হিসেবে বিবেচনা করা হয় ময়মনসিংহ-৪ (সদর) আসনটিকে। এ আসনেই সবচেয়ে জমজমাট নির্বাচনী আবহ বিরাজ করছে।

আসনটিতে নৌকার প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। প্রয়াত বাবা সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের রাজনৈতিক অবদানের বদৌলতে প্রথমবার দলের মনোনয়ন চেয়েই পেয়ে গেছেন নৌকা। অন্যদিকে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে ট্রাক প্রতীক নিয়ে রয়েছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম। এছাড়াও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতিও ছিলেন তিনি। আমিনুল হক শামীম ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই। ব্যবসায়ী ও পরিবহণ মালিক-শ্রমিকদের মাঝে নিজের শক্তিশালী অবস্থানের পাশাপাশি ছোট ভাই মেয়র টিটুর বিশাল কর্মী বাহিনী, সিটিতে ব্যাপক জনপ্রিয়তা শামীমের পক্ষে সহায়ক হিসেবে কাজ করছে। এতে করে নৌকা নিয়েও বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রথমবার নির্বাচনের লড়াইয়ে নামা মোহিত উর রহমান শান্ত।

শামীম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তবে সিটি ও ইউনিয়নের জনপ্রতিনিধিদের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থীও উন্নয়ন ও কর্মসংস্থানসহ একগুচ্ছ প্রতিশ্রম্নতি দিয়ে দিন-রাত ভোটারদের দ্বারে যাচ্ছেন। তার নানা অঙ্গীকারে আকৃষ্ট হচ্ছেন ভোটাররাও। সবমিলিয়ে ট্রাকের ভারে নৌকাডুবির শঙ্কা দেখছেন এখানকার সাধারণ ভোটার ও সচেতন নাগরিকরা।

সাইফুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সদরে শামীমের জোর ভালোই। আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরেছে এমন রেকর্ড নেই। অন্যদিকে শান্ত তরুণ। বাবার কারণে নৌকার মনোনয়ন পেয়েছেন। দু'জনেরই ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে।'

সাকিব নামে যুবক বলেন, 'শামীমের অনেক কিছুই আছে। তাদের নেওয়ার কিছুই নেই বরং তারাই ময়মনসিংহের উন্নয়নে অনেক কিছুই করতে পারবে। শামীমেরই অনেক কিছু কথার সক্ষমতা আছে।'

এ ব্যাপারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম বলেন, 'নির্বাচনকে উৎসবমুখর করতে চেষ্টা করছি। আমি কী করতে চাই সেগুলো ভোটারদের কাছে গিয়ে বলছি। তারাও আমাকে আশ্বস্ত করেছে। সারা দেশের সঙ্গে তুলনা করলে উন্নয়নে ময়মনসিংহ পিছিয়ে আছে। ময়মনসিংহের সড়ক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত ও কর্মসংস্থানে ওপর গুরুত্ব দেব।'

তবে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না বলে দাবি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, 'বঙ্গবন্ধুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজয়ের মার্কা হচ্ছে নৌকা। বঙ্গবন্ধুকন্যা আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। এই জনপদের মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কাকে আগামী ৭ তারিখ ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে সদরবাসী দীর্ঘ ১৫ বছর পর তাদের নেতৃত্ব সংসদে পাঠাবে।'

এ আসনে স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু। যদিও দীর্ঘদিন ধরেই দলে তিনি নিষ্ক্রিয় ও জনবিচ্ছিন্ন। আর জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন আবু মো. মূসা সরকার। মাইকিং ও পোস্টারের মাধ্যমে নগরীতে তাদের প্রচার দেখা গেছে। এছাড়া বাকি ছয়টি দলের প্রার্থীদের প্রচার বা কার্যক্রম হয়েছে নামেমাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে