রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয় নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ ও ৭ জানুয়ানি বন্ধ রয়েছে। সপ্তাহিক ছুটি শুক্রবার নিয়ে মোট তিন দিন বন্ধ রয়েছে এই বন্দর। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ও ৭ জানুয়ারি এই বন্দর দিয়ে সব রকম আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৮ জানুয়ারি যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রম্নপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন জানান, 'ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পরামর্শ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জানান, সংগঠনের সব সদস্যের সঙ্গে আলোচনা করে বাংলাবান্ধা স্থলবন্দরের ৬ ও ৭ জানুয়ারি আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ভারপাপ্ত ওসি অর্মৃত অধিকারি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে